বাংলাদেশের বিভাগগুলোর পুর্নবিন্যাশ করা জরুরী।
বাংলাদেশের বিভাগগুলোর পুর্নবিন্যাশ করা জরুরী।
বাংলাদেশ মিরজাফরের দেশ। তাই বুঝে সুঝে চলতে হবে। না চললে মহা বিপদ। দেশ স্বাধীনের পর আমরা দুই জন শ্রেষ্ট সন্তান ও বিচক্ষন রাষ্ট্রপ্রধান কে হারিয়েছি। যার অভাব কোন দিন পুরন হবে না। আমাদের উপর অনেক সকুনের দৃষ্টি আছে।
আমাদের এক সময় গেছে চট্টগ্রামের কথা ভাবতে ভাবতে। আবার এক সময় গেছে সুন্দর বনের কথা ভাবতে ভাবতে। আবার একসময় ভাবতে হয়েছে উত্তর বঙ্গের তথা রংপুর দিনাজপুরের কথা । গঙ্গা যমুনা সংযোগ খাল যা কিনা ভারতের মহা পরিকল্পনা। অর্থাৎ উত্তর বঙ্গকে মুল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন করা। সবাই আছে বিপদের তালিকায়
তাই আমরা কখনই প্রাদেশিক সরকার ব্যবস্থাকে গ্রহন করতে পারবনা। অর্থাৎ প্রদেশ করতে পারব না। কারন এই ব্যবস্থাতে মহূর্তের মধ্যে মিরজাফর জন্ম নিবে। আর তখন দেশকে স্বাধীন ভাবে ধরে রাখা সম্ভব হবে না। কারন প্রাদেশিক সরকার ব্যবস্থাতে অনেক ক্ষমতা দেওয়া থাকে এই সরকারকে। তখন কেন্দ্রীয় সরকার নিরুপায় হয়ে যাবে। কিন্তু দেশের উন্নয়ন এর স্বার্থে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে।
আর এটার অন্যতম প্রধান উপায় হল আমাদের পুরাতন জেলা বা পুরনা বৃহত্তর জেলা গুলোকে একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসা। কারন এই বৃহত্তর জেলাগুলোর সর্বধিক সংষ্কৃতির মিল। যা আমাদের উন্নয়ন কে সহজ করে দিবে।
এই সুত্র ধরে আমরা বিভাগ পুর্ন বিন্যাস করতে পারি নিম্ন রূপে।
1. দিনাজপুর বিভাগ।
2. রংপুর বিভাগ।
3. রাজশাহী বিভাগ।
4. বগুড়া বিভাগ।
5. ময়মনসিংহ বিভাগ।
6. গাজী পুর বিভাগ।
7. ঢাকা বিভাগ।
8. ফরিদপুর বিভাগ।
9. খুলনা বিভাগ।
10. যশোহর বিভাগ।
11. বরিশাল বিভাগ।
12. সিলেট বিভাগ।
13. কুমিল্লা বিভাগ।
14. নোয়াখালী বিভাগ।
15. চট্টগ্রাম বিভাগ।
এই পনেরোটি বিভাগকে আমরা সকল সুযোগ সুবিধা দিয়ে দাড় করাতে পরলেই যথেষ্ট।
যেমন: সকল ধরনের শিক্ষা ব্যবস্থ। সাধারন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইত্যাদি। ইপিজেড, বিমানবন্দর, স্থলবন্দর, আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা অর্থাৎ পোর্ট সুবিধা। বিভাগীয় মিডিয়া জগত, জনশক্তি রফতানি সুবিধা ইত্যাদি বিষয়। সকল সুযোগ সুবিধা এই বিভাগীয় ব্যবস্থায় থাকবে। অর্থাৎ কোন কিছুর জন্য যেন ঢাকা পযর্ন্ত না আসতে হয়।
সেই সঙ্গে জেলা পরিষদ ও বিভাগীয় পরিষদ গুলোকে শক্তিশালী করতে হবে। জনগনের স্বার্থ তুলে ধরার জন্য।
আশা করি আমার এই লেখাটি দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে সর্বাধিক উন্নয়নের দিকে নিয়ে যাবে।
Comments
Post a Comment